শীতের তীব্রতায় সিরাজগঞ্জে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী।
আফসার আলী বলেন, ‘তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এতে বিদ্যালয়ে আসা-যাওয়ায় ছাত্র-ছাত্রীদের কষ্ট হবে। শীতের কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’
সকালে সিরাজগঞ্জ শহর ঘন কুয়াশায় ঢাকা ছিল। ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে।
বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ২৩ জানুয়ারি ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ জানুয়ারি ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২৫ জানুয়ারি ১২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ২৭ জানুয়ারী ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় তাপমাত্র রেকর্ড করা হয় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’