দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
দিনাজপুরে হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে নিউমোনিয়া শ্বাসকষ্ট হুপিং কাশিসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত এক সপ্তাহ থেকে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার জন্য কনকনে শীতে পড়ছে। উত্তর দিক থেকে আসা বাতাসের গতি পাঁচ কিলোমিটার। এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড কুয়াশার কারণে সকালে হেডলাইট চালু করে যানবাহন চলাচল করতে হচ্ছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে সকালে কাজে যেতে পারছে না। টিপটিপ করে কুয়াশার মতো বৃষ্টি পড়ছে।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার মশিউর রহমান বলেছেন, প্রচণ্ড শীতে শিশু ও বয়স্ক মানুষ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া শ্বাসকষ্ট হুপিং কাশিসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।