চারদিন চবি শিক্ষক সমিতির কর্মবিরতি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আকতার উপ-উপাচার্য বেনু কুমার দের পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে চার দিন সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি। আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করে চবি শিক্ষক সমিতি।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্বায়ত্ত্বশাসন আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসনের দীর্ঘ সময়ে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে সিন্ডিকেটের সাত সদস্যের বেশিরভাগ পদ শূন্য। এ ছাড়া সিনেট প্রতিনিধি নির্বাচন না হওয়ায় এক সদস্য ২৮ বছর ধরে কাজ করছেন। অপর দুটি পদ শূন্য। ফলে উপাচার্য ও উপ-উপাচার্য নিজেদের খেয়াল-খুশি মতো সিদ্ধান্ত গ্রহণ করছেন।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ব্যাপক সংখ্যক শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগও করা হয়। এ ছাড়া তথ্য জালিয়াতি, কিংবা ছাত্রাবস্তায় নকলের অভিযোগে অভিযুক্ত প্রার্থী কিংবা তুলনামূলক কম মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগদানের ঘটনাও ঘটছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগে নানা অনিয়ম এখন বিশ্ববিদ্যালয়ে বহুমাত্রিকতা লাভ করেছে।
সংবাদ সম্মেলনে গত ১৭ ডিসেম্বর আইন বিভাগের শিক্ষক নিয়োগ করতে উপাচার্যের বাসভবনে বোর্ড বসিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগও আনে শিক্ষক সমিতি। উপাচার্য ও উপ-উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের পদত্যাগের দাবিতে আগামীকাল থেকে চার দিন সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করে চবি শিক্ষক সমিতি।