কোটাবিরোধী আন্দোলন নিয়ে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য
কোটাবিরোধী আন্দোলন নিয়ে দেশের বৃহত্তম দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদল পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। ছাত্রদল কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন করলেও ছাত্রলীগ এ বিষয়ে আদালতের আদেশের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরেন।
অপরদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটাবিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন।
কোটাবিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে, এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদলনেতা রাসেলকে গুম করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজধানীসহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুরক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা জানান, কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ায় সমাধানের দিকে যাচ্ছে। তাই জনভোগান্তি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে