কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা’র সৌজন্যে এনটিভিতে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়্যালিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে তৃতীয় সিজন নিয়ে।নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতা সহ নতুন নতুন সংযোজন। ‘কনকা সেরা পরিবার’ সিজন ৩-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২২ অক্টোবর ২০২৪। চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।