নজরুল বিশ্ববিদ্যালয়ে সাড়ে ১৫ বছরের অনিয়ম-দুর্নীতির খবর জানাতে আদেশ জারি

ময়মনসিংহের ত্রিশালে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত সাড়ে ১৫ বছরে হওয়া প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো প্রমাণসহ জানানোর আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত ‘প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি’ বিষয়ে তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত-২ অনুযায়ী বিগত ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যত ধরনের প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে অভিযোগের বিষয় উল্লেখ করে সুস্পষ্ট তথ্য প্রমাণসহ আগামী ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্দিষ্ট বক্সে অভিযোগ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও বিভিন্ন ঘটনার তদন্তে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।