এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর শিবগঞ্জে দুদকের অভিযান

বগুড়ার শিবগঞ্জের মুরাদপুর এলাকায় সম্প্রতি নির্মিত একটি রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই এলাকায় অভিযান চালিয়েছে।
দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দুপুরে সরেজমিন পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন একজন নিরপেক্ষ প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে দুদক টিম জানতে পারে, নির্মিত রাস্তাটি ইতোমধ্যেই বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে এবং পিস ধসে পড়েছে। রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
দুদকের ওই দলটি পরবর্তীতে শিবগঞ্জ এলজিইডি কার্যালয়ও পরিদর্শন করে।
স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৮১ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণ করা হয়েছে।
সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর আমরা সরেজমিনে গিয়েছি। প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর কমিশনে তা জমা দেওয়া হবে।’