রাজু ভাস্কর্যে রিকশাচালকদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রিকশাচালকরা। আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে ন্যায্য অধিকার ও সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ করেন তারা।
রিকশাচালকদের অভিযোগ—রাজনৈতিক দলগুলো বারবার জনগণের নামে আন্দোলন-সমাবেশ করলেও সমাজের রিকশাচালকদের উপেক্ষা করা হচ্ছে।
রিকশাচালক দুদু মিয়া বলেন, নেতাদের ডাকে আমরা আন্দোলন করি। ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমে একসঙ্গে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু সেই রিকশাচালকদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। শহরের প্রতিটি আন্দোলনে আমরা রিকশা চালিয়ে মানুষ যোগান দিই। কিন্তু আমাদের জন্য আন্দোলন হয় না।
বিক্ষোভকারী রিকশাচালকেরা দৈনন্দিন সংগ্রামের চিত্রও ফুটিয়ে তোলেন। একজন বলেন, দিনে ১২ ঘণ্টা পেডেল ঘুরিয়ে যা আয়, তার অর্ধেক চলে যায় মহাজনের কিস্তিতে। সরকারি সহায়তা পেলে আমরা সুদখোরদের হাত থেকে বাঁচতাম। অন্যরা জানান, রিকশার পুরোনো ব্যাটারি, মেরামতের খরচ, আর বাড়িভাড়ার চাপে তাদের পরিবারের পেট চালানো দায়।
রিকশাচালকরা দাবি করেন, তাদের জন্য সরকারি সহজ শর্তে ঋণ সুবিধা চালু করতে হবে। উচ্চ সুদের মহাজনি প্রথা বিলোপ করে সরকারি ঋণের আওতায় আনতে হবে। রাজনৈতিক সংলাপে রিকশাচালকদের অধিকার নিয়ে কথা বলতে হবে।