শাবিপ্রবির ছাত্রীকে যৌন নির্যাতন, আটক ২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে রাতভর যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একজনকে এবং অপরজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। আদনান শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং পূর্বের একটি মামলার আসামিও তিনি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ভুক্তভোগী নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে রিকাবিবাজারে একটি কনসার্টে যাওয়ার নাম করে ভুক্তভোগী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাকে অচেতন করে রাতভর যৌন নির্যাতন করা হয় এবং ভিডিও ধারণ করে পরবর্তীতে তা দিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল করা হয়।
ভুক্তভোগী ছাত্রী জানান, সকালে জ্ঞান ফিরে পাওয়ার পর অভিযুক্তরা তাকে জানায় যে, তারা তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এবং তা ভিডিও ধারণ করেছে। এরপর দীর্ঘদিন তাকে এই ভিডিও দেখিয়ে ভয়ভীতি ও মানসিক নির্যাতন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে প্রক্টর অফিসে আনা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।