কুমিল্লা সিটি নির্বাচন : প্রার্থীদের প্রচারণায় সরগরম নগরী
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ।
সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন কুসিক নির্বাচনের প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তাঁরা। তবে, একে অপরের বিরুদ্ধে অভিযোগও করছেন প্রার্থীরা।
মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও মাঠের প্রচারণায় নির্বাচনি উত্তাপ ছড়াচ্ছেন।
পোস্টার, ব্যানার আর প্রার্থীদের আনাগোনায় যেন উৎসবের নগরে পরিণত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, মিছিল, মিটিং, পথসভা আর উঠান বৈঠক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট। একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগও রয়েছে মেয়র প্রার্থীদের।
এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। পাড়া-মহল্লা আর বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তাঁরাও।
কুসিকের দ্বিতীয় নির্বাচনে পাঁচ বছর আগে ভোটার ছিলেন দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। ভোটারের সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। তাঁদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন। এবার নতুন ভোটার রয়েছেন ২২ হাজারের বেশি।
আগামী ১৫ জুন অনুষ্ঠাতব্য কুসিক নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।