নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চান তৈমূর
একাধিক বার ‘অভিযোগ করেও প্রতিকার পাইনি’ উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই।’ আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় সোনারগাঁও ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তৈমূর বলেছেন, ‘নির্বাচন কমিশনকে আমরা অত্যন্ত আস্থার সঙ্গে অনেকগুলো অভিযোগ করেছিলাম। সেই সব অভিযোগের প্রতিকার তো হয়নি, বরং একই ঘটনার পুনরাবৃত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরও আমি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই।’
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৈমূর আলম বলেন, ‘আমার নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালাচ্ছে। টেলিফোনে হুমকি দিচ্ছে, গ্রেপ্তার করছে।’ ‘নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বহিরাগতদের এনে সার্কিট হাউসসহ বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে’ বলে তৈমূরের অভিযোগ। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহবান জানান তৈমূর।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বৈঠক করেছেন উল্লেখ করে তৈমূর বলেন, ‘এটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।’
নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাকে আহ্বান জানান। এ ছাড়া সার্বিক বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।