অর্থের লেনদেন বন্ধ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না : তৈমূর আলম
নির্বাচনের শেষ মুহূর্তে এসে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সোনালী আঁশের প্রার্থী ড. তৈমূর আলম খন্দকার। নির্বাচন ও ভোটারদের প্রভাবিত করতে সরকার দলীয় প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এই অভিযোগ করেন।
রূপগঞ্জে সরকারি দলের ভূমিদস্যুরা দুই ভাগে বিভক্ত হয়ে অর্থের মাধ্যমে নির্বাচনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে দাবি করে তৈমূর আলম খন্দকার আরও বলেন, অর্থের লেনদেন বন্ধ না হলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অর্থের লেনদেন বন্ধসহ বিতর্কিত ও ডামি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।
এছাড়া প্রতিদিন একের পর এক বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা সরকার এবং প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারায়, তাদের ব্যর্থতাকে দায়ী করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
তবে অতীতের দুই বারের মতো এবারও নির্বাচন থেকে সরে যাবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমূর আলম খন্দকার বলেন, সব বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। তবে নির্বাচন সুষ্ঠু না হলে ৭ জানুয়ারি ভোটের দিন দেশের জনগণ ও বিশ্ববাসির কাছে প্রশ্ন তুলব।