ভোটকেন্দ্রে সংঘর্ষ দেখে হৃদরোগে নারীর মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে ভোট দিতে গিয়ে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে আতঙ্কিত হয়ে হৃদরোগে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত সুমেলা খাতুন (৫০) স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো. জাকারিয়া হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় ভয় পেয়ে ওই নারী স্টোক করেন। পরে বাড়ি নেওয়ার পর তিনি মারা যান বলে স্বজনরা জানিয়েছে।’