মানিকগঞ্জে ২১ ইউনিয়নের ১৩টিতে নৌকার জয়
মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়নের ১৩টিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। বাকি ইউনিয়নগুলোর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী তিনজন, বিএনপি ঘরোনার তিনজন এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হরিরামপুর উপজেলার নির্বাচিতরা হলেন বাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকে বাচ্চু মিয়া, চালা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মজিদ, কাঞ্চনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গাজী বনি ইসলাম, হারুকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকে মোশারফ হোসেন, বলড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন কুন্নু, আজিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিল্লাল হোসেন, সুলতালড়ী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল সালাম, লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ধুলশুরা ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীকে জায়েদ খান, রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী কামাল হোসেন, বয়ড়া স্বতন্ত্র ফরিদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল মতিন মোল্লা, গালা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি ঘরোনার) শফিক বিশ্বাস।
দৌলতপুর উপজেলার নির্বাচিতরা হলেন কলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে একেএম সিদ্দিকুর রহমান, বাঁচামারা নৌকা প্রতীকে আব্দুর রশিদ সরকার, ধামশ্বর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. ইদ্রিস আলী, জিয়নপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বেলায়েত হোসেন, চকমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম, চরকাটারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আইয়ুব আলী মণ্ডল, খলশী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি ঘরোনার) জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি ঘরোনার) এসএম আমজাদ হোসেন।