ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা পেলেন যাঁরা
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে মাদারীপুর জেলার রাজৈর ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদ এবং পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।