বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে : বিপুল ঘোষ
রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ।
আজ রোববার (২৮ মে) বিকেল ৪টায় শহরের ব্রহ্মসমাজ সড়কে প্রধান অতিথির বক্তব্যে বিপুল ঘোষ এ মন্তব্য করেন।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন।
প্রতিবাদ সভায় বিপুল ঘোষ বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে যেখানে পুরো জাতি আজ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতি রোধ গড়ে তুলেছে, সেখানে ফরিদপুরের আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিতে ব্যস্ত। তারা ধারাবাহিকভাবে ফরিদপুরের ত্যাগী ও রাজপথে লড়াই সংগ্রাম করে আসা নেতাদের পাশ কাটিয়ে নিজেদের পকেটের লোক দিয়ে দল চালাতে চায়। আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে ফরিদপুরের জনগণ দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ওই ষড়যন্ত্রকারীদের সঙ্গে নেই। আমরা ভাই হিসেবে আমাদের বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ ডাকলে সেখানেও আমাদের বাধা দেওয়া হয়। প্রশাসন এবং আওয়ামী লীগের তরফ থেকে এই বাধা কিসের আলামত। এটা কীভাবে মেনে নিই? যেখানে সারা দেশ এ জন্য আন্দোলনে নেমেছে। তাহলে কি আমরা ঘরে বন্দি হয়ে থাকব?’
বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে বিপুল ঘোষ বলেন, আপনারা শেখ হাসিনার উন্নয়নের কথা স্বীকার করে ক্ষমা চান, তাহলেই আপনাদের মঙ্গল হবে। পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করতে চাচ্ছে।’
বিএনপিকে হুঁশিয়ারী দিয়ে বিপুল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসুন। দেখেন জনগণ ভোট দেয় কি না। বাংলার মাটিতে পাকিস্তানি দোসরদের আর কোনো জায়গা নেই।
সভায় বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নেতা কর্মী অংশ নেয়। এ সময় নেতাকর্মীদের ভিড়ে সমাবেশ আশপাশের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা সম্পাদক আইভি মাসুদ, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. খায়ের মিয়া, শ্রমিক লীগ সভাপতি আক্কাস হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, সদস্য শেখ মাহাতাব আলী মেথু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া।
পৌর আওয়ামী লীগের সদস্য নরুল আমিন বাপ্পির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।