সিসি ক্যামেরায় ৪ পৌরসভার ভোট মনিটরিং করছে ইসি
সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ওই চার পৌরসভার ৩৬টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২টি। ভোটকক্ষ রয়েছে ৩৮৩টি।
সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। জানা গেছে, মোট ৫০৫টি সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভার, গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় চার পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।’