ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে ইউপি নির্বাচন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/28/braa_hmnnbaarriyyaa_nirbaacn.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।