সীমানা জটিলতা শেষে প্রায় এক যুগ পর ঝিনাইদহের দুই ইউনিয়নে ভোট

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন। ছবি : এনটিভি
সীমানা জটিলতার অবসান শেষে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ইউনিয়ন দুটির ১৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
পাগলা কানাই ও সুরাট ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১২ হাজার ৭২৮ জন।

আজ সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। এবারই প্রথম ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোনো কোনো ভোটকেন্দ্র এলাকায় মেলা বসেছে।