সীমানা জটিলতা শেষে প্রায় এক যুগ পর ঝিনাইদহের দুই ইউনিয়নে ভোট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/15/vot-jenaidoho.jpg)
দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন। ছবি : এনটিভি
সীমানা জটিলতার অবসান শেষে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ইউনিয়ন দুটির ১৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
পাগলা কানাই ও সুরাট ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১২ হাজার ৭২৮ জন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/15/vot-jenaidoho-2.jpg)
আজ সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। এবারই প্রথম ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোনো কোনো ভোটকেন্দ্র এলাকায় মেলা বসেছে।