সোনারগাঁয়ে ফতেপুর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ব্যালট বাক্স ছিনতাই ও দুই পক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদি ইউনিয়ন পরিষদের (ইউপি) ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ঘটনায় এ ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, দুপুরে একটি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং এ নিয়ে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরে ব্যালট বাক্সটি উদ্ধার করলেও পুনরায় ভোটগ্রহণ শুরু না করে তা স্থগিত করা হয়েছে।
অপরদিকে জামপুর ইউনিয়নে একটি কেন্দ্রে দুপুরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটের সরঞ্জাম লুট করে নেয় যুবলীগ কর্মীরা। ওই ঘটনার পর কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে।
এদিকে দুপুরে জামপুর ইউনিয়নের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, ইসলামী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়ায় ভোটকেন্দ্র তিনটি ভোটার শূন্য হয়ে পড়ে।