সিলেট সিটি নির্বাচনে জাপা মেয়র পদ প্রার্থীর ইশতেহার
আধুনিক নগরী গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল। আজ রোববার (১৮ জুন) বিকেলে নগরীর কুমারপাড়ায় নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশতেহারে নির্বাচিত হলে সিলেটকে নাগরিক ও শিল্পবান্ধব, যানজটমুক্ত, পরিবেশবান্ধব, জলাবদ্ধতামুক্ত, সুপরিকল্পিত আবাসনের নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাবুল। তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশনকে সর্বজনিন এবং দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। নগরের উন্নয়নে করপোরেশনের সঙ্গে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নগর উন্নয়নে স্থায়ী কমিটিগুলোর সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ নাগরিকদের সম্পৃক্ত করা হবে। আমি মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে আধুনিক ও ঐতিহ্যের মিশেলে একটি দৃষ্টিনন্দন নগর ভবনে রূপান্তর করব।’
বাবুল জানান, নির্বাচিত হলে ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী নাগরিক কমিটি গঠন করা হবে। এই কমিটি এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।
নগরের সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে জানিয়ে ইশতেহারে বাবুল বলেন, ‘এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। যদিও একজন মেয়র পাঁচ বছরের জন্য নির্বাচিত হন কিন্তু তাঁকে অন্তত সামনের ১০০ বছর মাথায় রেখে পরিকল্পনা নিতে হয়। যাতে নগরবাসী কাঙ্ক্ষিত সুফল পেতে পারেন। আমি সেটাই করতে চাই। সিলেট একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবন নির্মাণের অনুমতিসহ যথাযথভাবে তৈরি করা হচ্ছে কি না, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।’
প্রথমেই নতুন ১৫টি ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নেওয়া হবে জানিয়ে বাবুল বলেন, নগরের বর্ধিত এলাকায় পানি ও বিদ্যুতের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান রাস্তাঘাটের সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হবে। নগরের পানীয় জলের সমস্যা সমাধানে সিলেট ওয়াসা গঠন করা প্রয়োজন বলেও জানান জাতীয় পার্টির এই মেয়র পদপ্রার্থী।