ছেংগারচর পৌরসভায় আ.লীগের বিজয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/17/sengarchor_meor_pic.jpg)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফ উল্লাহ সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৫৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরুল হক সরকার পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট।
আজ সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
আজ সকাল থেকে ১৬টি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল দ্বিগুণ। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের নজরদারি ছিল লক্ষণীয়।
এদিকে সকালে ১নং ছেংগারচর উচ্চ বিদ্যালয় মাঠে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বেশ কিছু কেন্দ্রে বিছিন্ন কিছু ঘটনা ঘটেছে।
মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক সরকার (নারিকেলগাছ) ও স্বতন্ত্র প্রার্থী আ. ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন)। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।