আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, সমর্থককে জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/11/coxsbazar.jpg)
কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে গভীর রাতে টাকা বিতরণের সময় ওই প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার রাত ১১টায় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।
আজ রোববার (১১ জুন) দুপুরে অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এই তথ্য জানান।
কক্সবাজারের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, অভিযানে ওই বিদ্রোহী প্রার্থীর কর্মী ইসমাইল হোসেনকে টাকা বিলি করার সময় হাতেনাতেহ আটক করা হয়। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী ১৭ (গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় তার কাছ থেকে দুই হাজার ২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করা হয়।