আ.লীগের মনোনয়নপত্র কিনলেন গোলাম রাব্বানী
মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১টায় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
গোলাম রাব্বানী বলেন, ‘জনসেবায় আমরা আগেও কাজ করেছি, ভবিষ্যতেও আমাদের কর্যক্রম অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মমতাময়ী নেত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শ ধারণ করে, চেয়ার-ক্ষমতা-পদ ছাড়াই দেশ ও মানুষের একান্ত প্রয়োজনে সারা দেশে জনহিতকর, মানবিক কাজ করেছি। আগামীতেও করব ইনশা আল্লাহ। তবে, ভালো কাজের স্বীকৃতি পেলে, মূল্যায়ন হলে কাজের উৎসাহ ও পরিধি বাড়ে।’
ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘মাদারীপুর-২ (রাজৈর, মাদারীপুর সদর) আসনের জনগণের সেবার সুযোগ পেলে নিজ এলাকাকে স্মার্ট বাংলাদেশের তথা সুষম ও টেকসই উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করব।’