ফরিদপুর-১ আসনে নৌকার মাঝি হতে চান ২২ জন
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের ২২ প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল।
মঞ্জুর হোসেন বুলবুল ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
দলীয় একাধিক সূত্র জানায়, এবার ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ জন। তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুই বারের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. খায়ের মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, লায়ন সাখাওয়াত হোসেন, ইউনিভার্সিটি অব পুন্ড্র সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ড. লুৎফর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা. গোলাম কবীর, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বখতিয়ার রহমান বতু, ডেফোডিল ইউনিভার্সিটির প্রভাষক শেখ আব্দুর রহিম, ফরিদপুর জেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম টুকু ও খিজির আহমেদ।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার চার লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩০ হাজার ৬১ জন আর মহিলা ভোটার দুই লাখ ২৩ হাজার ৬১৪।