পাবনায় ডলি সায়ন্তনীসহ জামানত হারাচ্ছেন ২৬ প্রার্থী
পাবনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে সংগীত শিল্প ডলি সায়ন্তনী ও সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সরদার শাজাহানসহ ২৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এই পাঁচটি আসনে মোট প্রার্থী ছিলেন ৩৩ জন। হেরেও জামানত ফেরত পাবেন পাবনা-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ও স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার।
আজ সোমবার নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার পাঁচটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।
পাবনা-১ আসনে জামানত হারাচ্ছেন শামসুল হক (এনপিপি) ২৭৭ ভোট, পারভীন খাতুন (জাসদ) ১৯০ ভোট, জয়নাল আবেদীন (তৃণমূল বিএনপি) ৪০১ ভোট, সরদার শাহাজাহান (জাতীয় পার্টি) ৩৭৬ ভোট। এই আসনে পরাজিত শুধু অধ্যাপক আবু সাইয়িদ তাঁর জামানত ফেরত পাচ্ছেন।
পাবনা-২ আসনে জামানত হারাচ্ছেন ডলি সায়ন্তনী (বিএনএম) চার হাজার ৩৮২ ভোট, আব্দুল আজিজ খান দুই হাজার ১৩ ভোট, মোমিনুল ইসলাম (বিটিএফ) ৩৬৬ ভোট, মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) দুই হাজার ২২ ভোট, আবুল কালাম আজাদ (তৃণমূল বিএনপি) ৪০৪ ভোট, শেখ আনিসুজ্জামান (জাসদ) ২৮১ ভোট, আজিজুল হক (এনপিপি) ৩৬৬ ভোট। এই আসনে বিজয়ী প্রার্থী ছাড়া কেউ জামানত ফেরত পাচ্ছেন না।
পাবনা-৩ জামানত হারাচ্ছেন মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি) ৭৩২ ভোট, আজিজুল হক (বাংলাদেশ কংগ্রেস) ২৫১ ভোট, আবুল বাশার শেখ (জাসদ) ১৭৫ ভোট, বেল্লাল মোল্লা (এনপিপি) ৪৩০ ভোট, মাহবুবুর রহমান জয় চৌধুরী (বিএসপি) ৪১২ ভোট। এই আসনে পরাজিত শুধু আব্দুল হামিদ মাস্টার জামানত ফেরত পাচ্ছেন।
পাবনা-৪ জামানত হারাচ্ছেন সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) ১৪ হাজার ৬৬২ ভোট, রেজাউল করিম (জাতীয় পার্টি) এক হাজার ৫৩৩ ভোট, আব্দুল খালেক (জাসদ) এক হাজার ৬০ ভোট, আতাউল হাসান (কৃষক শ্রমকি জনতা লীগ) ৮২৬ ভোট, মনছুর রহমান (এনপিপি) ৭৮৭ ভোট। এই আসনে বিজয়ী প্রার্থী ছাড়া কেউ জামানত ফেরত পাচ্ছেন না।
পাবনা-৫ আসনে জামানত হারাচ্ছেন জাকির হোসেন (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি) ৩৩১৬ ভোট, আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) ২৭৬৬ ভোট, আফজাল হোসেন বটু (তৃণমূল বিএনপি) তিন হাজার ২৫৯ ভোট, আবু দাউদ (এনপিপি) ১৫৫৪ ভোট। এই আসনেও বিজয়ী ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের সূত্রে জানা যায়, পাবনা-১ আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৭০ হাজার ৬১৮। বাতিল হয়েছে ২৬৭৩। ভোট পড়েছে ৩৯.৫৩%। পাবনা-২ আসনে মোট প্রদত্ত ভোট এক লাখ ৭৮ হাজার ৬২৮। বাতিল হয়েছে ২৯৫২ ভোট। ভোট পড়েছে ৫১.৩০% । পাবনা-৩ আসনে মোট প্রদত্ত ভোট দুই লাখ ২২ হাজার ৬৪৭। বাতিল হয়েছে ৩৭৪৫ ভোট। মোট ভোট পড়েছে ৪৯.৪০%। পাবনা-৪ আসনে প্রদত্ত ভোট এক লাখ ৯০ হাজার ৯৫৬। বাতিল হয়েছে চার হাজার ৬৬৫। ভোট পড়েছে ৪৬.৫৫%। পাবনা-৫ আসনে মোট গ্রহণকৃত ভোট এক লাখ ৭২ হাজার ২৫৫ ভোট। বাতিল হয়েছে চার হাজার ১০০ ভোট। ৩৫.৩৪% ভোট পড়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এনটিভিকে বলেন, প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে পাবনার পাঁচটি আসনে ২৬ প্রার্থী ওই পরিমাণ ভোটও পাননি। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। তবে পাবনা-১ ও পাবনা-৩ আসনের দুজন বিজিত প্রার্থী তাঁদের জামানত ফেরত পাবেন। তাঁরা দুজন হলেন স্বতন্ত্রপ্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ও আব্দুল হামিদ মাস্টার।