সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা সংসদ সদস্য নির্বাচিত হলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্টের ১৩জন আইনজীবী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ১২জন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও একজন স্বতন্ত্রপ্রার্থী।
সুপ্রীমকোর্টে আইনজীবীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন–স্পিকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, অ্যাডভোকেট বিপ্লব হামান পলাশ, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আইনজীবীদের মধ্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। পঞ্চগড়-২ আসন থেকে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। গাইবান্ধা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তিনি কৃষক লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।
কুড়িগ্রাম-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব হাসান পলাশ। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। হবিগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-৯ আসন থেকে। আর হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।