‘ম্যায় হু না’ সিনেমার সিকুয়েলে থাকছেন শাহরুখ?

শাহরুখ খান এবং পরিচালক ফারাহ খান একসঙ্গে প্রথম কাজ করেছিলেন ২০০৪ সালে। অ্যাকশন-এন্টারটেইনার সেই সিনেমার নাম ‘ম্যায় হু না’। এরপর ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিমেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি।
এবার পিংকভিলার এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ফারাহ খান এখন ‘ম্যায় হু না ২’ এর জন্য একটি চিত্রনাট্য তৈরি করছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ‘ম্যায় হু না ২’ তৈরির পরিকল্পনা চলছে। ফারাহ ইতিমধ্যেই সিনেমাটির জন্য একটি খসড়া প্ল্যান করেছেন। যা শাহরুখ খুব পছন্দ করেছেন বলে জানা গেছে। বর্তমানে ফারাহ সহ-লেখকদের সঙ্গে বসে চিত্রনাট্য তৈরির কাজ করছেন।
এদিকে শাহরুখ আগে জানিয়েছিলেন, দুর্দান্ত চিত্রনাট্য ছাড়া শুধুমাত্র সিকুয়েল তৈরির পক্ষে নন তিনি। নতুন ছবির গল্প প্রথম কিস্তির চেয়েও শক্তিশালী হলেই কেবল তিনি সিকুয়েল করতে রাজি হবেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ‘ম্যায় হু না ২’ এর চিত্রনাট্যের প্রথম খসড়া শুনবেন শাহরুখ এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রথম সিনেমা ছিল ‘ম্যায় হু না’।
শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ করছেন, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।