সংসদ সদস্যদের শপথ প্রত্যাখান করছে দেশের মানুষ : বিএনপিনেতা ফারুক
৭ জানুয়ারির নির্বাচনে গঠিত জাতীয় সংসদকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণের পর বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
ফারুক বলেন, আমরা বলেছি যে, এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচনসুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তাই নয়, জনগণের অংশগ্রহণ বিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিকদেশগুলোও গ্রহণ করেনি। আমরা মনেকরি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।
সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্যজীবী দলের উদ্যোগে ৭ জানুয়ারির ভোট বর্জনের জন্য জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপিনেতা জয়নুল আবদিন ফারুক এই প্রতিক্রিয়া জানান। এ সময় মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফারুক বলেন, অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা জনগনকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে লজ্জাজনক ঘটনা ৭ জানুয়ারি ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। জনগণের অনুপস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনে তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার ৪০ শতাংশভোট পড়েছে বলে যে ঘোষণা দিয়েছেন, আমরা তথ্য-উপাত্ত দেখে বাংলাদেশের সকল মিডিয়া ও গণমাধ্যমে যেটা দেখেছি, সেটা হলো দুই থেকে চার শতাংশের বেশি ভোট পড়েনি। সেই ভোটের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজকে হয়েছে, আমরা তা প্রত্যাখান করছি।