উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে কত, জানাল নির্বাচন কমিশন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলার ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি এ কথা বলেন।
তবে, মো. আলমগীর যখন ওই তথ্য জানান, সে পর্যন্ত মাদারীপুর সদরের গড় ভোটের শতাংশ যোগ করা হয়নি। পরে ইসির নির্বাচনি শাখা জানিয়েছে, মাদারীপুরের ৪৩ শতাংশ ভোট যোগ করে গড় ভোটের হার হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।
ইসি আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।
নির্বাচনি শাখা জানিয়েছে, গতকাল বুধবার সারাদেশেরে ১৩৯ ইপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২১ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ও ১১৫ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইভিএমে ৩১ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।