পঞ্চগড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আট প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ দুজন চেয়ারম্যান ও তিনজন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, সদর উপজেলায় একজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং আটোয়ারী উপজেলায় দুজন মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের জামানত হারান।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের একভাগ ভোট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীকে পেতে হবে। তা না হলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে।
জেলার তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। তাঁরা হলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বেয়াই (ছেলের শ্বশুড়) আব্দুল লতিফ তারিন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। তাঁরা হলেন আবু সাইদার রহমান, আব্দুস সাত্তার ও উপজেলা কৃষক লীগনেতা কবির হোসেন।
এদিকে সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় জামানত হারিয়েছেন।
এ ছাড়া আটোয়ারী উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুই প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, ফরিদা ইয়াসমিন ও শেফালী পারভীন।