একটা জালভোট হলে পুনরায় ভোট : ইসি আহসান হাবিব
একটা জাল ভোট পড়লে ওই কেন্দ্রে ভোট বন্ধ করে পুনরায় ভোট নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ শুক্রবার বিকেলে ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, রিটার্নিং অফিসারসহ প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ হুঁশিয়ারি দেন ইসি মো. আহসান হাবিব খান।
আহসান হাবিব খান কেন্দ্রে প্রভাব বিস্তার করার বিষয়ে বলেন, প্রভাব বিস্তারকারীদের সাইজ করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হবে। এ ছাড়া র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশসহ আনসার সদস্যরাও থাকবে। প্রয়োজনে আরও দেওয়া হবে। প্রশাসন চাইবে আমরা দিব। তবে আমাদের চাওয়া একটাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোট। এটায় কোনো ছাড় নয়।’
এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, র্যাব, কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনার মতবিনিময় করেন।