প্রথম চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের কম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে টানা ৪টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।
ইসি সচিব মো. জাহাংগীর বলেন, ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো কাজ না করায় এ পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না। এ জন্য ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করেছি। যে কেন্দ্রগুলোর তথ্য পেয়েছি সেখানে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে। এটা প্রাথমিক তথ্য। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৫, কোথাও ১৬, কোথাও ২০ শতাংশ এ রকম ভোট পড়ছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি।
ইসি সচিব বলেন, নির্বাচনে বড় কোনো ঘটনা ঘটেনি। আট হাজার ৪৫০টি ভোটকেন্দ্রের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পৃঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি ব্যালট বই ছিনতাই হয়েছে। তাই সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক সঠিক মতো না ছাপানোয় ওই পদটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তিন জনকে আটক করা হয়েছে। ফেনী সদরে একটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকেও আটক করা হয়েছে।
সচিব বলেন, উত্তরাঞ্চলে ভোটার উপস্থিতি ভালো আছে। দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতি কিছুটা কম।
আজ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মৃত্যুজনিত ও মামলার কারণে ধাপ পরিবর্তন হয়েছে দুটি উপজেলার, আর পিরোজপুরের ভান্ডারিয়ার তিন পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২ উপজেলার ভোট স্থগিত হয়।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৬টি পৌরসভা ও ৮৪১টি ইউনিয়নের দুই কোটি আট লাখ ৭৫ হাজার ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে সাত হাজার ৪৫০টি।