বয়স মাত্র কুড়ি, এরই মধ্যে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়ে ছেড়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সাবরিনা কারপেন্টার। বেশ কয়েকটি ছবি, টেলিভিশন সিরিজে কাজ করা সাবরিনার গানের একাধিক অ্যালবাম এসেছে পর্যায়ক্রমে। ২০১৯ সালে মুক্তি পায় সাবরিনার চতুর্থ অ্যালবাম ‘সিঙ্গুলার : অ্যাক্ট টু’। এই অ্যালবামের প্রায় সবকটি গানই ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। তবে ‘ইন মাই বেড’ শিরোনামে গানটি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে। ভালোবাসার জন্য মানুষ কী করে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এটিকে ভুলে থাকার জন্য নিজের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়, সেটিই বর্ণনা করা হয়েছে গানটিতে। ইউটিউবে সাবরিনার সাবস্ক্রাইবার ৪.৪৫ মিলিয়ন। ইনস্টগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১৯.৯ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয়তা। একঝলকে দেখে নিন এই তরুণীর আদুরে সব স্থিরচিত্র। ছবি : সংগৃহীত