দেশের জনপ্রিয় নায়িকাদের একজন আঁচল। একসময় মডেলিং করতেন। কিছুদিন মঞ্চেও অভিনয় করেছেন। রুপালি পর্দায় আঁচলের অভিষেক ২০১১ সালে। এর পর শুধুই এগিয়ে চলা। দারুণ কয়েকটি ছবি উপহার দিয়ে দ্রুতই জনপ্রিয়তা পান খুলনার এই মেয়ে। সম্প্রতি এনটিভি অনলাইনের জন্য এক ফটোশুটে অংশ নেন চিত্রনায়িকা আঁচল। ছবি : শামছুল হক রিপন