টেলিভিশনের পর্দার প্রিয় মুখ মারিয়া নূর। ক্যারিয়ার শুরু রেডিও জকি (আর জে) হিসেবে। তবে লাবণ্যময়ী এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এর পর জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনার মাধ্যমে মারিয়া নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। ছবি : শামছুল হক রিপন