হাসান রেজাউল পরিচালিত ‘রঙিন চিঠি’ নাটকের একটি দৃশ্যে জোভান ও তানজিন তিশা। এ ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন আনন্দ খালেদ, তাবাসসুম মিথিলা, মিলি বাশার, ফাহমিদা শারমিন ফাহমী, রচি, আকাশ প্রমুখ। এনটিভিতে আগামীকাল শনিবার রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে। ছবি : সংগৃহীত