২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। আজ থেকে এনটিভিতে প্রচার হচ্ছে ‘হাউস নং ৯৬’ শিরোনামে নতুন ধারাবাহিক। নাটকটি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি, যেখানে দেখা মিলবে এই অভিনেত্রীর। অন্তর্জালেও বেশ জনপ্রিয় ফারিয়া শাহরিন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী দুই লাখের বেশি। চলুন, দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে