ফ্রান্সে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছেন প্রখ্যাত ইতালীয় মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাঁর অভিনীত ‘দ্য বেস্ট ইয়ারাস অব এ লাইফ’ছবির বিশেষ প্রদর্শনীতে আসেন তিনি। কালো পোশাকে মনিকাকে লাগছিল অতুলনীয়। ছবিটি গতকাল রোববার ১৯ মে, ২০১৯ তোলা। ছবি : রয়টার্স