পাকিস্তানি টিভি সিরিয়াল ‘মেরে পাস তুম হো’-তে বিতর্কিত চরিত্রে অভিনয় করে সবার ড্রয়িংরুমে পৌঁছে যান আয়েজা খান। অভিনয় করেছেন ‘থোরা সা হক’ সিরিয়ালেও, এই চরিত্রটি অবশ্য ‘মেহবিশ’ থেকে একদম আলাদা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বলিউড থেকে তাঁকে ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পাক-ভারত বৈরী সম্পর্কের কারণে তা সম্ভব হয়নি। আয়েজা এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় এ সুন্দরী। একনজরে দেখে নিন তাঁর দারুণ সব স্থিরচিত্র। ছবি : টুইটার