মালদ্বীপের সৈকতে দারুণ সময় কাটাচ্ছেন ‘গোল্ড’ তারকা মৌনী রায়। একসময় ভারতের ছোটপর্দা কাঁপালেও এখন ঝড় তুলছেন বলিউডে। নৈসর্গিক সৌন্দর্যের দ্বীপদেশে স্বল্পবসনা হয়ে লাগাতার ছবি তুলছেন, আর সেসব পোস্ট করছেন ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে। যথারীতি অন্তর্জালবাসীর মনে ছড়াচ্ছে উত্তাপ। সৈকতে শয্যাও পেতেছেন কলকাতার সুন্দরী। সাদা চাদর জড়ানো মৌনীর পিঠখোলা ছবি দেখে কুপোকাত নেট-জনতা। আর গাঢ় লাল মনোকিনি পরে দিয়েছেন আবেদনময় পোজ। একঝলকে দেখে নিন বঙ্গকন্যার দারুণ মুহূর্তগুলো।