সাদা রঙের নেকলাইন পোশাক পরে এবারের ৬২তম গ্র্যামির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া। গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাসের হাত ধরেই গ্র্যামির লালগালিচায় হাঁটেন এ অভিনেত্রী। পরেছিলেন রালফ অ্যান্ড রুশোর ডিজাইনকৃত পোশাক। সেই ছবি অন্তর্জালে প্রকাশ পেলে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে জোর সমালোচনা শুরু করেন নেটিজেনরা। পিসির পোশাক দেখে কেউ কেউ তাঁকে গালিগালাজও করেছেন। কেউ বলেছেন, ডিজাইনার কী ভেবে প্রিয়াঙ্কার ওই পোশাক তৈরি করেছেন? তবে ডিজাইনার ওয়েন্ডেল রডরিকস প্রিয়াঙ্কাকে ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ বলে সম্বোধন করেছেন। একঝলকে দেখে নিন প্রিয়াঙ্কার সেই স্থিরচিত্রগুলো। ছবি : সংগৃহীত