বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্টার কিড সারা আলি খান। সারল্য, চাঞ্চল্য ও সৌন্দর্যের জন্য কোটি মানুষের হৃদয় জয় করেছেন নবাবজাদি। বলিউডে অভিষেকের দুই বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সারা। চলচ্চিত্র, গান, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ফটোশুট—সারাময় ভারতের বিনোদন অঙ্গন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার-সংখ্যা এবার ৩০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করল। বুঝতেই পারছেন, কী জনপ্রিয়তা তাঁর। এক ঝলকে দেখে নিন সারার দারুণ কিছু আলোকচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে