ফারহান সাঈদ একজন পাকিস্তানি গায়ক, অভিনেতা ও মিউজিক ভিডিও ডিরেক্টর। সাঈদ ১৭ বছর বয়সে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন। তিনি উর্দু ও পাঞ্জাবী দুই ভাষাতেই গান করেন। ২০১৪ সালে সাইদ তার অভিনয় জীবন শুরু করেন টিভি সিরিয়ালের মাধ্যমে। ছবি- ফারহান সাঈদের ভেরিফায়েড ফেসবুক থেকে।