মনতাজুর রহমান আকবরের পরিচালিত ‘ভণ্ড নেতা’ ছবির মাধ্যমে ২০০৫ সালে চলচ্চেত্রে যাত্রা শুরু করেন শাকিবা। তবে তাঁর অভিনয়ে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিও পরিচালনা করেন আকবর। আর এতে শাকিবার নায়ক হিসেবে অভিনয় করেন আমিন খান। এরপর তাঁর অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টি ছবি মুক্তি পায়। এরপর লম্বা বিরতি। হঠাৎই বড়পর্দা থেকে সরে যান। বর্তমানে আবারও চলচ্চিত্রে ফিরেছেন। ‘তোলপাড়’ ছবিতে কাজ করছেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সনি রহমান। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। গত ২২ ফেব্রুয়ারি সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি আয়োজন করে পারিবারিক আনন্দমেলা। শাকিবা হাজির ছিলেন সেখানে। সেখানে হাস্যোজ্জ্বল শাকিবা ধরা দেন এনটিভি অনলাইনের ক্যামেরায়। একনজরে দেখে নিন এ নায়িকার আদুরে স্থিরচিত্রগুলো। ছবি : মোহাম্মদ ইব্রাহিম