পেশায় সেবিকা ক্যারিনা লিন এখন ইনস্টাগ্রাম তারকা। লাগাতার চিত্তাকর্ষক স্থিরচিত্র শেয়ার দিয়ে কেড়ে নিচ্ছেন অন্তর্জালবাসীর মন। তবে টাইমস অব ইন্ডিয়ার খবর, খ্যাতির জন্য কাঙাল নন তাইওয়ানের এই সুন্দরী। বেশ আনন্দের সঙ্গে নিজের সাহসী ফটোশুট শেয়ার করেন। তাইওয়ানের মিন-শেং জেনারেল হাসপাতালের নার্স ক্যারিনা। সোশ্যাল মিডিয়ায় ক্যারিনা লিনকে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স’ হিসেবে ডাকা হয়। অবশ্য সোশ্যালে গ্ল্যামারাস ছবি দিয়ে যে অনলাইন সেনসেশন বনে যাবেন বা লাখো মানুষের হৃদয় জয় করবেন, সে বিষয়ে ধারণাই ছিল না তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিখ্যাত হওয়ার জন্য তিনি ছবি শেয়ার দেন না। নিজের মনের আনন্দেই ছবি তোলেন। তবে সমালোচনার শিকারও হয়েছেন। ক্যারিন অবশ্য সাফ বলে দিয়েছেন, সেবিকারা মডেল হতে পারবেন না, এমন কোনো নিয়ম নেই। একনজরে দেখে নিন এই তারকার দারুণ সব ফটোশুট। ছবি : ইনস্টাগ্রাম