তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ জেফার রহমান, যিনি একাধারে সংগীতশিল্পী ও ইউটিউবার। ইংরেজি গান গেয়েই মূলত আলোচনায় আসেন তিনি। বাংলাদেশের প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান তিনি। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। তবে সম্প্রতি বেশ আলোচিত জেফার রহমান। কদিন ধরেই সামাজিকমাধ্যমে দারুণ আলোচনা-সমালোচনার ঝড় বইছে জেফার রহমান ও রাফসান সাবাবের প্রেমকে কেন্দ্র করে। ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা ‘ন ডরাই’ সিনেমার ‘হারবো না’ শিরোনামের আলোচিত গানটি জেফার রহমানের গাওয়া।