সুইজারল্যান্ডে বৃহত্তম সাঁতার প্রতিযোগিতা ০৬ জুলাই, ২০১৭, ১২:২৭ আপডেট: ০৬ জুলাই, ২০১৭, ১২:২৭ প্রতিব্ছরের মতো এবারও সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতারে অংশ নেওয়া প্রতিযোগীদের এক হাজার ৫০০ মিটার পথ পাড়ি দিতে হয়েছে। ছবিটি স্থানীয় সময় ৫ জুলাই-২০১৭, বুধবার তোলা। ছবি : রয়টার্স ১ / ৫ ২ / ৫ ৩ / ৫ ৪ / ৫ ৫ / ৫