চীনের রাজধানী বেইজিংয়ের চাংগান স্ট্যান্ডে শুরু হয়েছে ‘বেইজিং অটো শো, ২০১৬’। এতে বিশ্বের বড় বড় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের অত্যাধুনিক গাড়ি প্রদর্শন করছে। বৈশ্বিক গাড়ি বিক্রির শ্লথ গতির কারণে ক্রেতাদের আকর্ষণে এই প্রদর্শনীতে নতুন জ্বালানি শক্তির ও ক্রীড়া উপযোগী গাড়িগুলো প্রদর্শন করা হচ্ছে। ছবিটি গতকাল ২৫ এপ্রিল সোমবার তোলা। ছবি : এএফপি